বগুড়ার কাহালুতে ধ্বংস করা হলো চার হাজার ইউক্যালিপটাস গাছের চারা

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে চার হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) দুপুরে কাহালু উপজেলা পরিষদ চত্বরে চারাগুলো ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব।
চারা ধ্বংসের সময় উপজেলা চত্বরে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. নুরনবী, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান আবির, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মীর কাশিম আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার রসুল সিদ্দিক, তপন কুমার রায়, মাসুদ রানা প্রমুখ।
আরও পড়ুনউল্লেখ্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সরকার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। ইউক্যালিপটাস গাছের চারাগুলো জব্দ করা হয় কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামের চার ভাই নার্সারি থেকে।
মন্তব্য করুন