ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জাতিসংঘের বিশেষ দূত আলবানিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

জাতিসংঘের বিশেষ দূত আলবানিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি সামরিক অভিযানের স্পষ্ট সমালোচক, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্যাতনের নথিপত্র প্রকাশের জন্য ফ্রান্সেসকা আলবানিজের ওপর এ নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন। আলবানিজের বিরুদ্ধে ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের প্রচারণা’ চালানোর অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আলবানিজকে মার্কিন বা ইসরাইলি নাগরিকদের বিচারের প্রচেষ্টায় সরাসরি জড়িত থাকার কারণে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। তাকে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য অযোগ্য বলেও অভিহিত করেন রুবিও।

আলবানিজের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ প্রচার, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং পশ্চিমাদের প্রতি প্রকাশ্য অবজ্ঞা করার অভিযোগও করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এই নিষেধাজ্ঞার কারণে সম্ভবত আলবানিজ যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না এবং তার সম্পদ জব্দ করা হবে।

জাতিসংঘের এই বিশেষ দূত দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে পশ্চিমা সরকারগুলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সেখানকার অধিবাসীদের অধিকারকে সমর্থন করার জন্য যথেষ্ট কাজ করছে না।সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ সরাসরি নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেননি। তবে লিখেছেন, ‘আজ থেকে আগের চেয়েও অনেক দৃঢ়ভাবে ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবো, যেমনটা আমি সবসময় করে এসেছি।’

আরও পড়ুন

ইতালিতে জন্মগ্রহণকারী এই বিশেষ দূত আইসিসির প্রতি সমর্থন জানিয়ে একটি পোস্ট পুনরায় পোস্ট করেছেন। যেখানে তিনি বলেছেন, ‘আমি আইসিসির প্রতিষ্ঠাতা দেশ থেকে এসেছি, যেখানে আইনজীবী এবং বিচারকরা প্রায়ই তাদের নিজের জীবন দিয়ে ন্যায়বিচার রক্ষা করেন।’ তিনি আরো বলেন, ‘আমি সেই ঐতিহ্যকে সম্মান করতে চাই।’

এটি ট্রাম্প প্রশাসনের সবশেষ পদক্ষেপ। কারণ আইসিসির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে দেশটি। এরইমধ্যে আইসিসির চারজন বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন।

গত বছর গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবুধাবি থেকে ফেরা ৩ যাত্রীর ব্যাগে মিলল অবৈধ ক্রিম সিগারেট ও মোবাইল 

ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের ১২ সাংবাদিক নিহত

পা ভাঙার জন্য কাউকে দায়ী করছেন না মুসিয়ালা

বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু হতে চায় চীন

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতির হামলায় নিহত ৪

ফরিদপুরে রাজন হত্যায় ৫ জনের যাবজ্জীবন