ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের ১২ সাংবাদিক নিহত

ছবি : সংগৃহীত,ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের ১২ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের ১২ সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ইরান জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে সংঘাতের সময় ইরানের ডজনখানেক সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছেন। খবর এএফপির।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর শাখা বাসিজ প্যারামিলিটারি ফোর্সের মিডিয়া আর্ম জানিয়েছে, মিডিয়া কর্মীদের মধ্যে নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েল বিরোধী মিত্র গোষ্ঠীগুলির প্রতি ইঙ্গিত করে ইরান অভিযোগ করেছে যে, সত্যের পক্ষে থাকা মিডিয়ার কণ্ঠরোধ করার জন্য এবং প্রতিরোধ ফ্রন্টের মিডিয়াকে দমন করার জন্য ইচ্ছাকৃতভাবে মিডিয়া অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

দুদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সংঘাতে এখনো নিহতের সংখ্যা বাড়ছে। ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। সে সময় দুদেশের মধ্যে ১২ দিন ধরে সংঘাতে দুপক্ষেরই বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানও পাল্টা হামলা চালিয়েছে।

আরও পড়ুন

সংঘাতের সময় ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের হামলায় দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক লোক নিহত হয়েছেন।

এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড