এরদোয়ানকে অপমানের অভিযোগে তুরস্কে ‘গ্রোক’ চ্যাটবট নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে অপমান করার অভিযোগে ‘গ্রোক’ চ্যাটবট নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন তুরস্কের একটি আদালত। এ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কার্যালয়। এআই টুল ব্যবহারের ওপর এটিই তুরস্কের প্রথম নিষেধাজ্ঞা।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ কোম্পানি এক্স-এ-আই চ্যাটবট গ্রোকের ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে নিয়ে অপমানমূলক মন্তব্য করায় এ নির্দেশ দিয়েছেন তুরস্কের একটি আদালত। এরইমধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আঙ্কারার প্রধান আইনজীবির কার্যালয়।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গ্রোক তুর্কি ভাষায় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার সময় এরদোয়ান, কামাল আতাতুর্ক এবং ইসলাম ধর্মকে অবমাননা করে এমনসব আপত্তিকর বিষয়বস্তু সামনে নিয়ে আসে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ -বিটিকে আদালতের আদেশের পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
পাশাপাশি প্রেসিডেন্টের প্রতি অপমানকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে এর জন্য শাস্তি চার বছরের কারাদণ্ড রয়েছে বলে জানান আদালত।
২০২২ সালে ওপেনএআই-এর চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে রাজনৈতিক পক্ষপাত, হিংসাত্বক বক্তব্য এবং তথ্যগত অসংগতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যদিও গ্রোক এরইমধ্যে ইহুদি-বিরোধী এবং ‘অ্যাডলফ হিটলারের প্রশংসা’র অভিযোগে তৈরি কন্টেট সরিয়ে নিয়েছে বলে দাবি করেছে।
বিশ্লেষকরা বলছেন, আইনটি প্রায়ই ভিন্নমত দমন করার জন্য ব্যবহৃত হয়। যদিও সরকার বলেছে, এটি রাষ্ট্রের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয়।
মন্তব্য করুন