চাঁপাইনবাবগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে মা-বাবা আহত, স্বজনদের প্রহারে ছেলে নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকাসক্ত ছেলে মাহাবুর ইসলাম বাবু (২৮) মারপিট ও ইট দিয়ে আঘাত করে মা হেনা বেগমকে আহত এবং স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা শিশ মোহাম্মদকে গলা টিপে শ্বাসরোধে হত্যাচেষ্টার পর স্বজন ও প্রতিবেশীদের প্রহারে নিহত হয়েছেন। নিহত বাবু রানীহাটী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামের শিশ মোহাম্মদের ছেলে। অভিযোগ রয়েছে, বাবু মাদক সেবনের টাকার জন্য দীর্ঘদিন যাবৎ পরিবারের সদস্যদের নানাভাবে অত্যাচার করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় এবং এজাহরের বরাতে জানা যায়, গত বুধবার ভোর সাড়ে ৫টায় নিজ বাড়িতে মা হেনা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায় বাবু। হেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবু তাকে মারপিট করতে শুরু করে। তখন তার বাবা শিশ মোহাম্মদ স্ত্রীকে রক্ষায় এগিয়ে এলে বাবু পিতার গলাটিপে ধরে। তখন হেনা বেগম স্বামীকে বাঁচাতে গেলে বাবু মাকে দুটি ইট ছুঁড়ে মারে। এতে হেনা বেগমের নাক ও কানে ইট লেগে তিনি রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন।
এ ঘটনার জেরে গত বুধবার বিকেল সাড়ে ৫টায় বাবুর বংশীয় এক চাচা, এক চাচাতো ভাই ও এক প্রতিবেশী বাবুকে আটক করে তার নিজের বাড়ির বারান্দার খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে মারধর করলে তিনি জ্ঞান হারান। বাবুকে উদ্ধার করে সন্ধ্যা ৭টায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুনসদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বোন শিরিন ইয়াসমিন (২০) থানায় ৩ জনকে এজাহারনামীয় আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত শুরু হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন