ফিরেই আবার ৫ উইকেট নিয়ে কাপিলকে ছাড়িয়ে গেলেন বুমরাহ

প্রথম দিন ১৮ ওভার বোলিং করে উইকেট ছিল কেবল একটি। দ্বিতীয় দিন স্রেফ সাত বলের মধ্যে উইকেট ধরা দিল তিনটি। পরে আরেকটি শিকার ধরে পাঁচ উইকেট পূর্ণ করলেন জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ড সফরে টানা দুই টেস্টে এই স্বাদ পেলেন ভারতের তারকা পেসার।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লর্ডস টেস্টে প্রথম ইনিংসে শুক্রবার ইংল্যান্ডকে ৩৮৭ রানে গুটিয়ে দিতে ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ।
ক্রিকেট-তীর্থ বলে পরিচিত এই মাঠে দুই টেস্ট খেলে প্রথমবার এই স্বাদ পেলেন তিনি।
হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টেও প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ। এজবাস্টনে পরের টেস্টে তাকে বিশ্রাম দেয় ভারত, যা নিয়ে সমালোচনা হয় প্রবল। তাকে ছাড়াই অবশ্য দাপট দেখিয়ে জিতে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।
এক ম্যাচ পর ফিরেই আবার পাঁচ উইকেটের দেখা পেলেন বুমরাহ। ভারতের হয়ে দেশের বাইরে টেস্টে সবচেয়ে বেশিবার (১৩) পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড নিজের করে নিলেন ৩১ বছর বয়সী পেসার।
হেডিংলিতে তিনি ছুঁয়েছিলেন কাপিল দেবের রেকর্ড। দেশের বাইরে কাপিল ১২ বার পাঁচ উইকেট পেয়েছিলেন ১০৮ ইনিংসে। সাবেক পেস বোলিং অলরাউন্ডারকে ছাড়িয়ে যেতে বুমরাহর লাগল কেবল ৬৪ ইনিংস।
১২১ ইনিংসে ১০ বার দেশের বাইরে পাঁচ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন স্পিনার অনিল কুম্বলে।
আরও পড়ুন৪৭ টেস্টের ক্যারিয়ারে সব মিলিয়ে ১৫ বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন বুমরাহ। যার মানে, দেশের মাঠে তার এই নজির কেবল দুইবার; অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে চারবার, দক্ষিণ আফ্রিকায় তিনবার, ওয়েস্ট ইন্ডিজে আছে দুইবার।
কাপিলের আরেকটি রেকর্ড ভাঙতে অবশ্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বুমরাহকে। ভারতীয় পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ২৩ বার পাঁচ উইকেটের নজির কাপিলের। পেস-স্পিন মিলিয়ে এই তালিকার চূড়ায় আছেন রাভিচান্দ্রান অশ্বিন। এই অফ স্পিনার ৩৭ বার পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন গত বছর।
লর্ডসে পাঁচ উইকেটের চারটিতেই ব্যাটসম্যানদের বোল্ড করেছেন বুমরাহ। প্রথম দিন তার চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছিলেন হ্যারি ব্রুক।
দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে আরেকটি দারুণ ডেলিভারিতে তিনি বোল্ড করে দেন বেন স্টোকসকে। পরের ওভারে তার বল স্টাম্পে টেনে টানেন সেঞ্চুরিয়ান জো রুট, পরের বলেই কিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ক্রিস ওকস।
পরে ১০ নম্বরে নামা জফ্রা আর্চারকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন বুমরাহ।
মন্তব্য করুন