ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

নওগাঁর আত্রাইয়ে আকস্মিকভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি

নওগাঁর আত্রাইয়ে আকস্মিকভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া হাটে আকষ্মিকভাবে কাঁচা মরিচের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন আগেও যেখানে কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সেখানে গতকাল শুক্রবার বান্দাইখাড়া হাটে আকষ্মিকভাবে ব্যবসায়ীরা ২শ’ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি শুরু করেছেন।

এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে বাকবিতন্ডাও পরিলক্ষিত হয়েছে। কোন ধরণের ভারি বর্ষণ বা বন্যায় কাঁচা মরিচের ক্ষেত তলিয়ে না গেলেও কেন এভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেল এ প্রশ্ন সকলের। এটি ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং ক্রেতাদের সাথে প্রতারণা বলে মনে করছেন অনেকে।

কাঁচামরিচ ক্রেতা বান্দাইখাড়া গ্রামের আনোয়ার হোসেন তরফদার বলেন, এত বেশি দামে কাঁচা মরিচ কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। গত কয়েকদিন আগেও যে মরিচ সর্বোচ্চ ৫০ টাকা কেজি দরে কিনেছি। সেই মরিচ এখন ২শ’ কাটা কেজি দরে কিনতে হচ্ছে। সরকারিভাবে বাজার নিয়ন্ত্রণ করা খুবই জরুরি।

আরও পড়ুন

চকশিমলা গ্রামের কাঁচা মালামাল ব্যবসায়ী মোস্তফা ভোলা বলেন, আামদের এলাকায় উত্তরাঞ্চল থেকে কাঁচা মরিচ আসে। সে মরিচ আমাদের ক্রয়মূল্য অনুযায়ী বিক্রি করতে হয়। এখন বাজারে মরিচের আমদানি কম হওয়ায় আমাদের উচ্চমূল্যে কিনতে হচ্ছে এবং সে অনুযায়ী উচ্চমূল্যে বিক্রি করতে হচ্ছে। এখানে সিন্ডিকেটের কোন বিষয় মাঠ পর্যায়ে নেই।

আত্রাই উপজেলার দায়িতপ্রাপ্ত নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। এ ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে। বাজার মনিটরিং জোরদার করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে অকৃতকার্য!

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

যে চার কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন আলোচিত অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল হক

বগুড়া-৩ নির্বাচনী এলাকায় বিগত নির্বাচনের ভোট নিয়ে বিশ্লেষণ করছেন ভোটাররা

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত