ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়ের কীর্তি

শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়ের কীর্তি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লঙ্কানদের বিপক্ষে আগে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট কিংবা টি-টোয়েন্টিতে এমন কীর্তি গড়তে পারেনি বাংলাদেশ। গতকাল এই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতেও যে কোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। 

গতকাল (বুধবার) কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা ১৩২ রান সংগ্রহ করে। বল হাতে নেতৃত্ব দিয়েছেন স্পিনার মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা। পরবর্তীতে মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় লিটন দাসের দল। ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ক্যারিয়ার সেরা ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ওপেনার। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স একটু ফিরে দেখা যাক। 
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যাটারদের পারফরম্যান্স খুব ভালো ছিল সেটা বলা যায় না। তিন ম্যাচের কোনোটিতেই ধারাবাহিক রান করতে পারেননি কোনো ব্যাটার। বিশেষ করে দলের ওপেনাররা ছিলেন অধরাবাহিক। পারভেজ ইমন প্রথম ম্যাচে ৩৮ রান করার পরের দুই ম্যােেচই ব্যর্থ। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম প্রথম দুই ম্যাচে বড় রান করতে না পারলেও শেষ ম্যাচে করেছেন ৭৩ রান। ফলে তিনিও ছিলেন অধারাবাহিক। এদিক লিটন দাসও প্রথম ম্যাচে ছিলেন ফ্লপ৷ পরের দুই ম্যাচে অবশ্য করেছেন যথাক্রমে ৭৬ এবং ৩২। এদিকে শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজরাও ছিলেন অধারাবাহিক। প্রত্যেক ম্যাচে আলাদা আলাদা ব্যাটার রান করেছেন। 

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচেই দাপট দেখিয়েছেন স্পিনাররা। বিশেষ করে রিশাদ হোসেন। এছাড়া যখন যে স্পিনার সুযোগ পেয়েছেন নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন৷ মেহেদী হাসান মিরাজ কখনোবা শামীম পাটোয়ারীও দলের হয় বল হাতে ভূমিকা রেখেছেন৷ এদিকে গতকাল শেষ ম্যাচে তো একাই লঙ্কান ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছেন শেখ মেহেদী হাসান। স্পিনারদের পাশাপাশি বল হাতে অবদান রেখেছেন পেসাররাও। কখনো শরিফুল ইসলাম, কখনো মুস্তাফিজুর রহমান। আবার কখনো বা মোহাম্মদ সাইফউদ্দিন। দলের পরিস্থিতি অনুযায়ী নিজেদের সর্বোচ্চটা দেওয়ার লক্ষ্যই দেখা গিয়েছে। 

আরও পড়ুন

প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮৩ রানে জিতেছিল। এবারের শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙাল লিটন দাসের দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন