ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম

পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম

সাভারের বিরুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত দুই যুবককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। এর আগে গত ২০ জুলাই সন্ধ্যার দিকে বিরুলিয়ার খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজগরা এলাকার মো. ফজল আলী শেখের ছেলে মো. শরীফুল ইসলাম (২৪) ও তার বন্ধু মো. রবিউল ইসলাম রবিন (২৫)।

অভিযুক্তরা হলেন- সাভারের চাপাইন এলাকার সরাফাত আলীর ছেলে সুজন সিকদার (৩২), সামাইর গ্রামের মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী (৬২), কাকাব এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. তুহিন আহম্মেদ (৩২), ঋষিপাড়া এলাকার এনায়েত উল্লাহ ওরফে ফটিকসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন।

আরও পড়ুন

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার সাত্তার মিয়া মার্কেটের সামনে বসে রাত সাড়ে ৮টার দিকে চা পান করছিলেন ভুক্তভোগী শরীফুল ইসলাম ও তার বন্ধু মো. রবিউল ইসলাম। এসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেল মহড়া নিয়ে ঘটনাস্থলে যায়। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই শরীফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

এসময় রবিউল ইসলাম বন্ধু শরীফুলকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। এদের মধ্যে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় গতরাতে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর-৪ আসনে বিএনপি শক্তিশালী, ভোট বাড়াতে মরিয়া জামায়াত, এনসিপি কমিটি নির্ভর

জয়পুরহাটে অপহরণ ও ধর্ষণ মামলা আসামি গ্রেফতার

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অতি প্রয়োজনীয় - ইউএনও নবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর হালখাতার ১১ লাখ টাকা ছিনতাই, দু’জন গ্রেফতার

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর থেকে শিলখুড়িগামী রাস্তার দুটি ব্রিজ ঝুঁকিপূর্ণ