ভিডিও বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

রিয়ালের ১০ নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে

রিয়ালের ১০ নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লুকা মদরিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কপাল খুলেছে কিলিয়ান এমবাপ্পের। ক্লাবটির দশ নম্বর জার্সি গায়ে জড়াচ্ছেন তিনি। এমন তথ্য জানিয়েছে ইএসপিএন। রিয়ালে এতদিন ১০ নম্বর জার্সি পরা মদরিচ ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করে এসি মিলানে চলে গেছেন। রিয়ালে অভিষেকের পর ৯ নম্বর জার্সি পরার সুযোগ পান এমবাপ্পে। ফরাসি তারকা নতুন জার্সিটি পরতে পারবেন আগামী মৌসুমে। 

ফ্রান্স জাতীয় দলে ১০ নম্বর জার্সিটাই পরতেন এমবাপ্পে। রিয়ালে আসার পর থেকেও সেই পরিকল্পনা ছিল তার। অবশ্য সেক্ষেত্রে ওই নম্বর উন্মুক্ত থাকা সাপেক্ষেই এমনটা করতে পারতেন। জানা গেছে, মদরিচ চুক্তির মেয়াদ বাড়িয়ে রিয়ালে থাকলে আরও এক মৌসুম হয়তো ৯ নম্বর জার্সি পরতেন এমবাপ্পে। মানসিকভাবে সেই প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। গত গ্রীষ্মে দীর্ঘ অপেক্ষার পর পিএসজি থেকে নিজের কাঙ্ক্ষিত ক্লাবটিতে যোগ দেওয়ার সুযোগ পান এমবাপ্পে। তার পর স্প্যানিশ লিগে ব্যক্তিগতভাবে দারুণ মৌসুমও কাটিয়েছেন। 

আরও পড়ুন

লা লিগায় ৩১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৬ বছর বয়সী। শুধু কী তাই? ক্লাব লিজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেকে করা সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের কীর্তিকেও ছাড়িয়ে গেছেন তিনি। তবে মাদ্রিদ বড় কোনও শিরোপা জিততে না পারায় এমবাপ্পেকে এখনও কিছু মহল থেকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সর্বশেষ মৌসুম লা লিগায় রানার্স আপ হিসেবে শেষ করেছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও হেরেছে আর্সেনালের কাছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নওগাঁর খোলা বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস গাছের চারা

দিনাজপুরের নবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা শাহ আলম গ্রেফতার

পঞ্চগড়ের বোদার শহীদুল গোখরা সাপের বাচ্চা ফোটায়ে ছাড়লেন জঙ্গলে

বগুড়ায় আনারুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বগুড়া শহরে আগুনে পুড়ে নারীর মৃত্যু