‘ব্যাটমোবাইল’ কিনে চমক নেইমারের!

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এবার ব্যাটম্যানের গাড়ি কিনে চমকে দিলেন ভক্তদের। ৩৩ বছর বয়সী এই ফুটবলার নিজের সংগ্রহে যুক্ত করেছেন ‘ব্যাটমোবাইল’-এর এক দুর্দান্ত রেপ্লিকা। চলতি শতাব্দির শুরুর দিকে ডার্ক নাই ট্রিলজিতে ‘ব্যাটম্যান’ ক্রিশ্চিয়ান বেল চালিয়েছিলেন এই ‘টাম্বলার’ গাড়িটি। তার আদলে তৈরি এই যন্ত্রদানবের দাম প্রায় ১.৮ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ২০ কোটি টাকা।
এই গাড়িতে রয়েছে ভি৮ ইঞ্জিন, যা ৫০০ হর্সপাওয়ার ক্ষমতা দেয়। কিন্তু এত ব্যয়বহুল আর চোখ ধাঁধানো গাড়িটি জনসাধারণের রাস্তায় চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। নেইমার কেবল এটি নিজের ব্যক্তিগত গ্যারেজে শোভা বর্ধনের জন্যই কিনেছেন। ব্রাজিলের পত্রিকা ও গ্লোবো জানায়, এই ব্যাটমোবাইলটি সাও রোকে শহরের ড্রিম কার মিউজিয়াম থেকে ৬০ কিলোমিটার দূরে সাও পাওলোতে নেইমারের বাড়িতে নিয়ে যাওয়া হয়। গাড়িটির ডিজাইন করেছেন আদেমার কাবরাল এবং এটি তৈরি করতে ৫০ জনের একটি দল টানা তিন বছর সময় ব্যয় করেছে। এমনকি সিনেমার মতো গাড়িটির পেছনে রয়েছে আগুন ছোড়ার ফিচারও! নেইমারের ব্যাটম্যান ভক্তি নতুন নয়। ২০২২ সালে তিনি প্যারিসে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রিমিয়ারে অংশ নেন, সেখানে অভিনেতা রবার্ট প্যাটিনসন ও জো ক্র্যাভিটজের সঙ্গে পোজ দেন। শুধু তাই নয়, সম্প্রতি সান্তোসের ড্রেসিং রুমেও ব্যাটম্যানের পোশাকে দেখা যায় তাকে।
আরও পড়ুনসৌদি প্রো লিগে খেলার সময় নেইমারের সংগ্রহে যোগ হয়েছে ল্যাম্বরগিনি হুরাকান, অডি আর৮ স্পাইডার, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, ফেরারি পুয়েরোসাঙ্গুয়ে, এমনকি অ্যাস্টন মার্টিন ডিবিএক্স— বিলাসবহুল গাড়ির পুরো ঝাঁপি যেন তার গ্যারেজে। এবার তাতে যোগ হলো একটা ব্যাটমোবাইলও!
মন্তব্য করুন