ঢাকায় এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরিচালনার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি। আজ বুধবার (২৩ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ঢাকায় অবস্থানকালে মোহসিন নকভি এই বছরের এসিসি সভার সভাপতিত্ব করবেন, যা কয়েক বছরের মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সভা। অবশ্য ২৪ জুলাইয়ে এই সভা ঢাকায় হওয়া নিয়ে ভীষণ আপত্তি জানিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআই। এই সভা এখানে হলে বয়কটেরও হুমকি দিয়েছে তারা। একইভাবে ঢাকায় সভা নিয়ে ভারতের সঙ্গে আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), আফগানিস্তান এবং ওমান ক্রিকেটও। তাদের আপত্তি সত্ত্বেও এসিসি ঢাকাকেই ভেন্যু হিসেবে বহাল রেখেছে। কারণ এ সময়েই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থাকায় বেশ কয়েকজন এসিসি প্রতিনিধি ঢাকায় উপস্থিত থাকবেন। তার ওপর মোহসিন নাকভি আবার পিসিবিরও চেয়ারম্যান।
চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল যে, এসিসি সব সদস্য দেশকে ১৫ দিনের নোটিশসহ আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছে এবং ভার্চুয়ালি সভায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন