ভিডিও বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

লালপুরে রোপা আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

লালপুরে রোপা আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক। ছবি : দৈনিক করতোয়া

লালপুর (নাটোর) প্রতিনিধি : প্রকৃতিতে এখন বর্ষাকাল। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে রোপা আমন ধানের চাষ করে থাকে এই অঞ্চলের কৃষকরা। আর কিছুদিন পরেই মাঠে মাঠে শুরু হবে রোপা আমন ধান রোপণের কাজ। বর্তমানে নাটোরের লালপুর উপজেলার কৃষকরা রোপা আমন ধান রোপণের পূর্ব প্রস্তুতি হিসেবে মাঠে মাঠে ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মাঠ ঘুরে দেখা যায়, বীজ ধান ভেজানো, ধান জাগ দেওয়া, বীজতলা প্রস্তুত করা ও বীজ ধান বপণ করা নিয়ে কর্মব্যস্ত হয়ে পড়েছেন এখানকার কৃষক। লালপুর উপজেলা কৃষি বিভাগের তথ্য বলছে, এ বছর উপজেলায় রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ১৪০ হেক্টর জমিতে।

সে অনুপাতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩৪ হেক্টর জমিতে। এখন পর্যন্ত প্রায় ৪শ’ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, বর্ষা মৌসুমের বৃষ্টির পানিতে এই অঞ্চলে রোপা আমন ধানের চাষ হয়।

আরও পড়ুন

দু-একদিনের মধ্যেই প্রতিটি এলাকাতে বীজতলা তৈরির কাজ শেষ হবে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রার অধিক জমিতে বীজতলা তৈরি করবেন কৃষকরা। এজন্য কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নওগাঁর খোলা বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস গাছের চারা

দিনাজপুরের নবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা শাহ আলম গ্রেফতার

পঞ্চগড়ের বোদার শহীদুল গোখরা সাপের বাচ্চা ফোটায়ে ছাড়লেন জঙ্গলে

বগুড়ায় আনারুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বগুড়া শহরে আগুনে পুড়ে নারীর মৃত্যু