অবৈধভাবে বালু উত্তোলন
কুড়িগ্রামের রৌমারীতে এস্কেভেটর মালিককে এক বছরের জেল ও লাখ টাকা জরিমানা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারীর বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এস্কেভেটর মালিককে ১ বছরের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল দেয়া হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) বেলা ৩টায় রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট উজ্জল কুমার হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১ জনকে কারাদন্ড দেন। আটককৃত মিজানুর রহমান রাজিবপুর উপজেলার পশ্চিম কারিগড় পাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নের ২২ পাড়া ব্রহ্মপুত্র সংলগ্ন হলহলিয়া নদীর এলাকায় মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে অবৈধ এস্কেভেটর দিয়ে বালু উত্তোলনে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল।
আরও পড়ুনঅপরদিকে একই সময়ে অবৈধভাবে বালু উত্তোলনে পরিবহনে মাহিন্দ্র ট্রাক্টর গাড়িসহ চালক উত্তর বাগুয়ারচর গ্রামের নজরুলের ছেলে সেলিম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বালু সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
মন্তব্য করুন