বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিএনপির কার্যালয় ভাংচুর ও ককটেল হামলার অভিযোগে করা মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাদাই গ্রামের আহম্মাদ আলী ফকিরের ছেলে কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহার আলী ফকির (৬০) ও বিলচাপড়ী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে এলাঙ্গী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবু সাইদ (৩০)।
আরও পড়ুনধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
মন্তব্য করুন