দেশের মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার: রুহুল কবির রিজভী

দেশের মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।
এসময় রুহুল কবির রিজভী গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় পুলিশের প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আন্দোলনের সময় বিএনপির নেতারা লুকিয়ে আশ্রয় নিয়েছে সেই সময় পুলিশ সেখান থেকে ধরে এনেছে। সেই পুলিশ যোগ্যতা এখন কোথায়।
আরও পড়ুনজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন প্রমুখ।
মন্তব্য করুন