রাফীর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত তমার
_original_1753791996.jpg)
বিনোদন ডেস্কঃ বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন। মাঝে বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিলো। এবার ফের একইরকম আভাস নায়িকার কণ্ঠে। জানালেন বিয়ে-সংসার করার মতো মানুষ এখনও খুঁজে পাননি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিয়ে-সংসার নিয়ে তমা বলেন, সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করবো এমন মানুষ এখনো পাইনি। জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়। আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পাইনি, এটাও নিছক মিথ্যা হবে। প্রেম বারবার আসতে পারে। কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন। তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন। জীবনের যেসব সময়ে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে, তখন হয়তো ভেবেছি, বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই, তাই তেমন কিছু ভাবছি না। তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে, যদি মনে হয় তার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করবো বলে জানান তমা।
আরও পড়ুনমন্তব্য করুন