২৫০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

দীর্ঘ ধারাবাহিক নাটকের ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলো বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় নাটক ‘হাবুর স্কলারশিপ’। ৩০ জুলাই রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হতে যাচ্ছে নাটকটির ২৫০তম পর্ব। চ্যানেলটির দাবি, শুরু থেকেই ধারাবাহিকটি সমান জনপ্রিয়তা ধরে রেখেছে দর্শকমহলে।
টিপু আলম মিলনের মূল ভাবনা ও গল্পে এবং আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন আল হাজেন। নাটকটির বিশেষ দিক হলো এর শুটিং হয়েছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে। যা দেশের ধারাবাহিক নাটকে একটি বিরল ঘটনা। প্রযোজনা প্রতিষ্ঠান মিড এন্টারপ্রাইজ জানিয়েছে, ভবিষ্যতে ইউরোপের আরও কিছু দেশে নাটকটির দৃশ্যধারণ করার পরিকল্পনাও রয়েছে।
নাটকের কেন্দ্রীয় চরিত্র হাবু। সে একজন সহজ-সরল গ্রামের ছেলে। স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ ইউনিভার্সিটিতে পড়তে যায়। বিশ্ববিদ্যালয়ে নিজের অসাধারণ পারফরম্যান্সে সে ভেঙে দেয় পূর্বের সব রেকর্ড। সেই সময়ে তার পাশে থাকে আরেক বাংলাদেশি সহপাঠী মারজান।
অসাধারণ ফলাফলের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাবুকে ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ দিতে চায়। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশে ফিরে আসে। জানায়, নিজের মেধা দেশের জন্যই কাজে লাগাতে চায়। এই সিদ্ধান্ত হাবুকে নাটকের মূল নায়ক থেকে পরিণত করে এক প্রতিবাদী চরিত্রে। যে সমাজের কুটচাল ও স্বার্থপরতাকে চ্যালেঞ্জ জানায়।
আরও পড়ুননাটকটির অন্যতম আকর্ষণ রাশেদ সীমান্ত। তিনি এই নাটকে হাবু চরিত্রে অভিনয় করেছেন। এটি তার প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটক যেখানে তিনি নিয়মিত অভিনয় করছেন। ‘হাবুর স্কলারশিপ’ ২৫০ পর্বে পৌঁছানো প্রসঙ্গে বেশ উচ্ছ্বসিত অভিনেতা রাশেদ সীমান্ত। তিনি বলেন, ‘এই নাটকটি আমার জন্য বিশেষ আবেগের। চরিত্রটিও আমার কাছে স্বপ্নের একটি কাজ। আমি মনপ্রাণ উজাড় করে চরিত্রটি হয়ে ওঠার চেষ্টা করেছি। দর্শকের ভালোবাসা প্রমাণ করছে হয়তো কিছুটা হলেও পেরেছি। ২৫০ পর্বে পা রাখায় এই নাটকের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আর প্রিয় দর্শকের প্রতি রইলো কৃতজ্ঞতা।’
নাটকে রাশেদ সীমান্তের সঙ্গে আরও অভিনয় করছেন তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, ফাতেমা হীরা, হায়দার আলী, সাইকা আহমেদ, নেহা মনি, সিদ্দিক মাস্টার, নিজামউদ্দিন, জামাল রাজা, ম আ সালাম প্রমুখ।
এ নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টেলিভিশনে সম্প্রচারিত হয়।
মন্তব্য করুন