ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

অস্কারজয়ী প্রামাণ্যচিত্রে কাজ করা ফিলিস্তিনি সমাজকর্মীকে গুলি করে হত্যা

অস্কারজয়ী প্রামাণ্যচিত্রে কাজ করা ফিলিস্তিনি সমাজকর্মীকে গুলি করে হত্যা

ইসরায়েলি দখলদারের গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সমাজকর্মী ও শিক্ষক ওদে মুহাম্মদ হাদালিন।

গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় মাসাফের ইয়াত্তার এলাকার উম্ম আল-খাইর গ্রামের কমিউনিটি সেন্টারে হত্যাকাণ্ডের শিকার হন হাদালিন। তাঁর মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।  

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি হাদালিন দীর্ঘদিন ধরেই ইসরায়েলি সেনাবাহিনী বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চলতি বছর অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর নির্মাণে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। দখলদার ইসরায়েলি বাহিনীর নির্যাতনের বাস্তবচিত্র তুলে ধরা হয় ওই প্রামাণ্যচিত্রে।

ইসরায়েলি সাংবাদিক ও ‘নো আদার ল্যান্ড’-এর আরেক নির্মাতা ইউভাল আব্রাহাম ঘটনার একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, হত্যাকারীর নাম ইনোন লেভি। তার বিরুদ্ধে উগ্র আচরণ ও সহিংসতার অভিযোগে তাকে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ করা হয়েছে। আব্রাহাম ক্যাপশনে লিখেছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। উন্মাদের মতো গুলি চালানো হচ্ছে ওদের ওপর।

আরও পড়ুন

ইসরায়েলি পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আরও চারজন ফিলিস্তিনি ও দুই বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যদিও পুলিশের ভাষ্য, নিহত হাদালিনের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা এখনো তদন্তাধীন।

এদিকে প্রামাণ্যচিত্রটির সহনির্মাতা ও হাদালিনের ঘনিষ্ঠ বন্ধু বাসেল আদরা সামাজিকমাধ্যমে এক শোকবার্তায় লেখেন, ‘আজ আমার প্রিয় বন্ধু ওদে খুন হয়েছেন। তিনি শান্তভাবে কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই একজন দখলদার তার বুকে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমাদের একে একে মুছে ফেলা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়