ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

নতুন নাটকে ইয়াশ-নীহা

নতুন নাটকে ইয়াশ-নীহা

বিনোদন ডেস্কঃ  ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহাকে নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘উইশ কার্ড’। বেশ কিছুদিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। আগামী ১৪ আগস্ট ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে বলে জানিয়েছেন নির্মাতা।

জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় ‘উইশ কার্ড’ পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক। গল্পে দেখা যাবে হৃদির (নীহা) বাবা বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথমদিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচাইতে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতোটা দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি। তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভূত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেকগুলো উইশ পূরণ করতে হবে। যদি উইশগুলো পূরণ করতে পারে, তবেই হৃদি রাজি হবে। সাদ চ্যালেঞ্জে রাজি হয়। কিন্তু কি সেই উইশগুলো? জানতে হলে অপেক্ষা করতে হবে নাটক রিলিজ পর্যন্ত। ‘উইশ কার্ড’ নিয়ে ইয়াশ রোহান বলেন, ‘দারুণ এনার্জেটিক একটা নাটক হবে এটি। সৌখিন ভাই প্রতিটি সিন এতো ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করেছে- কি আর বলবো, দর্শক খুব পছন্দ করবে আশা করি।

আরও পড়ুন

নাজনীন নীহা বলেন, সৌখিন ভাইয়ার সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের মনদুয়ারী, মেঘবালিকা, লাভ রেইন দর্শক খুব পছন্দ করেছিল। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবে। কারন পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে ভাসছে বগুড়া শহর, স্থায়ী জলাবদ্ধতায় ভোগান্তি চরমে

বসতবাড়িতে হামলা-ভাঙচুর করে দখল চেষ্টার অভিযোগ

বগুড়ার আদমদীঘি বিএনপি অফিসে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ফজরের নামাজ আদায়ের সময় সূর্যোদয় হলে নামাজ হবে কী?

নওগাঁর ট্রিপল মার্ডার মামলা ৩ জনের যাবজ্জীবন, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা

৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্তে ক্ষুব্ধ জাহ্নবী কাপুর