ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

পল্লবী থানা হেফাজতে জনি হত্যা

দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল, ছবি: সংগৃহীত।

রাজধানীর পল্লবীতে পুলিশের হেফাজতে থাকাবস্থায় নির্যাতনে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি হত্যার ঘটনায় করা মামলায় পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও এএসআই কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এদিন অপর আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় হাইকোর্ট গতকাল রোববার রায় ঘোষণা শুরু করেন, আজ রায় শেষ হয়।আদালতে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং আইনজীবী মো. আবদুর রাজ্জাক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার উপস্থিত ছিলেন। বাদীপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এস এম রেজাউল করিম।

রায় ঘোষণার পুরো সময় মামলার বাদী নিহত ইশতিয়াকের ভাই ইমতিয়াজ হোসেন ও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।দণ্ডিত পাঁচ আসামির মধ্যে কামারুজ্জামান (তৎকালীন এএসআই) শুরু থেকে পলাতক। অন্য আসামি সুমন সাজাভোগ করে কারামুক্তি পেয়েছেন। বাকি তিনজনের বিষয়ে আজ রায় দেন হাইকোর্ট।

আরও পড়ুন

২০১৩ সালে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন প্রণয়ন হয়। ইশতিয়াক হোসেনকে নির্যাতন ও হেফাজতে মৃত্যুর ঘটনায় ২০১৪ সালের ৭ আগস্ট মামলা করা হয়, যেটি ওই আইনে করা প্রথম কোনো মামলা। এই মামলায় ২০২০ সালের ৯ সেপ্টেম্বর রায় দেন ঢাকার মহানগর দায়রা জজ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শেরপুরে কাটাখালী বাঁধের উপর ব্যাক্তিগত অর্থায়নে সাঁকো নির্মাণ

কলাগাছের ভেলায় ভেসে বানভাসীদের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন

বগুড়া শাজাহানপুরে বিয়ের প্রলোভনে বিধবাকে গণধর্ষণ: গ্রেফতার ২

সরকারি জমিতে অবৈধভাবে পাট পঁচানোর অভিযোগ, ক্ষতিগ্রস্ত মাছ চাষি

লক্ষ্মীপুরে জোড়া খুনসহ ২৩ মামলার আসামি গ্রেপ্তার

জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর