বগুড়ার ধুনটে নিখোঁজের ২ ঘণ্টা পর শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে নিখোঁজের দুই ঘণ্টার পর বাঙালি নদী থেকে আরমিনা খাতুন (৫) নামে এক শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে বাঙালি নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত আরমিনা জয়শিং গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়শিং গ্রামে আরমিনা খাতুনের বসতবাড়ির পাশ দিয়ে বহমান বাঙালি নদী। আজ বুধবার সকাল ১১টায় আরমিনা বাড়ির আঙ্গিনায় একাই খেলাধূলা করছিল। এ সময় পরিবারের লোকজন গৃহস্থলি কাজের জন্য বাড়ির বাইরে অবস্থান করেন। আরমিনা খেলাধূলার এক পর্যায়ে অসাবধানতাবসত বাড়ির আঙ্গিনা থেকে নদীতে পড়ে যায়।
তারপর পরিবারের লোকজন আরমিনাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। এসময় আরমিনাদের বাড়ি থেকে ৫শ’ মিটার ভাটিতে জয়শিং ঘাট এলাকায় আরমিনার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় এক কৃষক। তখন ওই কৃষক আরমিনার ভাসমান মৃতদেহ উদ্ধার করে তার স্বজনদের খবর দেন।
আরও পড়ুনধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনী প্রক্রিয়া শেষে আরমিনা খাতুনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন