পায়ে হেঁটে রংপুর ঘুরে গেলেন সুনামগঞ্জের যুবক স্বপ্নরাজ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : পাঠাগার আন্দোলন গড়ে তোলার স্বপ্ন পূরণে পায়ে হেঁটে ৪৪ দিনে ১৬ জেলা হয়ে ১৭ তম জেলা হিসেবে রংপুর ঘুরে গেলেন সুনামগঞ্জের যুবক স্বপ্নরাজ। পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করবেন বলে জানান ওই যুবক।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুরি গ্রামের বাসিন্দা অলিসাব। ডাক নাম স্বপ্নরাজ। বয়স ২৩ বছর। বাবার নাম লুৎফর রহমান। পাঠাগার আন্দোলন গড়ে তোলা এবং ইতিহাস, ঐতিহ্য দেখা ও জানার জন্য পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণের পরিকল্পনা নিয়ে তিনি ঢাকা জেলা থেকে হাঁটা শুরু করেন। গত ৪৪ দিনে ১৭ তম জেলা হিসেবে রংপুর ঘুরে গেলেন তিনি।
সম্প্রতি মিঠাপুকুর উপজেলা সদরে ফাতেমা রিডিং ক্লাবে স্বপ্নরাজ এর সাথে কথা হয়। কথোপকথনে জানা যায়, পাঠাগার আন্দোলন গড়ে তোলার আগে তিনি ২০২২ সালে বই পড়া আন্দোলন জোরদার করা লক্ষ্যে বাইসাইকেলে সারা দেশ ভ্রমণ করেছেন।
আরও পড়ুনতিনি জানান, তার ৬৪ জেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা সংস্কৃতি নিয়ে বই লেখার ইচ্ছে রয়েছে। পাশাপাশি শিশু, কিশোর, তরুণ ও যুবকদের পাঠাগার মুখী করা এবং পাঠাগার গড়ে তুলতে উৎসাহ দেওয়ার জন্যই তিনি পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণে বেড়িয়েছেন। মিঠাপুকুর উপজেলার ফাতেমা রিডিং ক্লাবের পরিচালক মোতাব্বের ইসলাম টমাস বলেন, স্বপ্নরাজ নতুন নতুন স্বপ্ন দেখেন এবং স্বপ্ন পূরণে সারাদেশ ঘুরে বেড়ান।
মন্তব্য করুন