ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকার আঞ্চলিক বৈষম্য দূরীকরণে কাজ করছে :  উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তী সরকার আঞ্চলিক বৈষম্য দূরীকরণে কাজ করছে :  উপদেষ্টা আসিফ। ছবি : দৈনিক করতোয়া

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার-কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগ রক্ষাকারী সড়কে তিস্তা নদীর ওপর নবনির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ মওলানা ভাসানী সেতুর উদ্বোধন করা হয়েছে।

ফলে কুড়িগ্রাম ভায়া গাইবান্ধা হয়ে ঢাকার সাথে সরাসরি সড়ক পথে যোগাযোগের নতুন দুয়ার উন্মোচিত হলো। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্তে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গাইবান্ধার সুন্দরগঞ্জে সেতু স্থলে এসে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন।

পরে সেতুর দক্ষিণ প্রান্তে চৌরাস্তা মোড়ে উপজেলা প্রশাসন ও এলজিইডির আয়োজনে সেতু উদ্বোধনোত্তর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বেশ কয়েকবার এই অঞ্চলে আসা হয়েছে। দেখেছি, উত্তরাঞ্চল বৈষম্যের শিকার। অন্তর্বর্তী সরকার আঞ্চলিক বৈষম্য দূরীকরণে কাজ করে যাচ্ছে। তিস্তা নদীর পাড়ে গণশুনানি করা হয়েছে।

নদী শাসন এর অংশ হিসেবে তিস্তা নদীর গতিপথ ঠিক রাখতে তিস্তা নদীর ১২৫ কিলোমিটার খনন কাজ অতি তাড়াতাড়ি শুরু করা হবে। তিস্তাসহ আন্তঃনদীর পানির ন্যায্য হিস্যা আগ্রাসী ভারত আমাদের দেয়নি। পানির ন্যায্য হিস্যা আমাদের আদায় করে নিতে হবে। ৫ আগস্টের পর এই তিস্তা সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য বারবার তাগিদ দেয়া হয়েছিল।

নির্মাণ কাজ দ্রুত শেষ করায় উদ্বোধন করা হলো। এ অঞ্চলের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার সম্মানে এ ব্রিজের নামকরণ করা হয়েছে মওলানা ভাসানী সেতু। ১৯৭৩ সালে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য তিনি লংমার্চের ডাক দিয়েছিলেন। তিনি দেশের জন্য অনেক সংগ্রাম করে গেছেন।

৫৪ বছরের মধ্যে আমরা পানির ন্যায্য হিস্যা পাইনি। মওলানা ভাসানীর পদাঙ্ক অনুসরণ করে আমরা এগিয়ে যেতে চাই। কোন শক্তির কাছে আমরা মাথা নত করবো না। এ ব্রিজ নির্মাণের ফলে কুড়িগ্রামের মানুষের ঢাকা যাওয়ার পথ অনেকটা কমে যাবে। এর মাধ্যমে এ অঞ্চলের সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। শেষে নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সৌদি ডেভেলপমেন্ট ফাউণ্ডেশনের অ্যাভিয়া অপারেশনসের জেনারেল,সান ফান্ড অফ ডেভ(ঝঋঙ) সৌদি শেখ  ডাঃ সৌদ আয়েদ আলশাম্মারি।

আরও পড়ুন

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রকল্প পরিচালক আব্দুল মালেক, জেলা প্রশাসক মোয়াজ্জেম আহমেদ, নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী, জেলা আমীর আব্দুর রহিম, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান প্রমুখ।

এলজিইডি সূত্রে জানা গেছে, দেশের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এই সেতুটি একটি বৃহত্তম প্রকল্প। এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে ও সৌদি ডেভেলপমেন্ট ফাউণ্ডেশনের অর্থায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন তিস্তা পিসি গার্ডার সেতুটি নির্মাণ করেছেন।

জমি অধিগ্রহণ,মূল সেতু,সংযোগ সড়ক নির্মাণ, উন্নত লাইটিং ব্যবস্থা, সম্প্রসারণ এবং নদী শাসনসহ প্রকল্পটি বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৮৫ কোটি টাকা। সেতুটিতে ২৯০টি পাইল, ১৫৫টি গার্ডার, ৩০টি পিলার, ২৮টি স্প্যান বসানো হয়েছে, সেতুর দুই পাশে দেড় কিলোমিটার করে নদী শাসনের কাজ করা হয়েছে। ৮৬ কিলোমিটার দীর্ঘ সেতুর সংযোগ সড়কে ৫৮ টি ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়েছে।

এ ছাড়া অধিগ্রহণ করা হয়েছে  ১৩৩ একর জমি। ২০১৪ সালের ২৬ জানুয়ারি এই সেতুর ফলক উন্মোচন করা হলেও নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালে। ২০২৪ সালের জুনের মধ্যে অবকাঠামোর কাজ শেষ হলেও নানা জটিলতা কাটিয়ে অবশেষে জণসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হলো সেতুটি। এর ফলে দুই জেলার সরাসরি সংযুক্ত মধ্যদিয়ে সড়কপথে যাতায়াতের সময় প্রায় ৪ ঘণ্টা কমে আসবে।

সেই সাথে সড়ক পথে ঢাকার দুরুত্ব কমবে ১৩০ কিলোমিটার। সেতুটি খুলে দেওয়ায় দুই পাড়ের মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনমানে বড় পরিবর্তন আসবে বলে স্থানীয়রা আশা করছেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, যাতায়েত ও কৃষি পণ্য পরিবহন সহজ হবে। কৃষক পাবে কৃষি পণ্যের ন্যায্য মূল্য। বাড়বে এ এলাকার শিক্ষার হার। যা এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা