প্রথম বর্ষেই ‘ডাকসু’ ভিপি পদে লড়াইয়ে মুদাব্বীর

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে চমক নিয়ে মাঠে নেমেছেন ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মুদাব্বীর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এই শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা করে মুদাব্বীর জানান, ক্ষমতার জন্য নয়, দায়িত্ব, সমাধান ও ঐক্যের লক্ষ্য নিয়েই তিনি প্রার্থী হয়েছেন। তার নির্বাচনী স্লোগান: ‘ডাকসু হবে কথা নয়, কাজে।’ নির্বাচিত হলে তিনি ৩০-৬০-৯০ দিনের রোডম্যাপ তৈরি, ত্রৈমাসিক পাবলিক রিপোর্ট প্রকাশ এবং ওপেন টাউনহল মিটিং চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। তার লক্ষ্য শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও নেতৃত্ব নিশ্চিত করা। নারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমাদের ৪৮ শতাংশ শিক্ষার্থী নারী। তাদের নিরাপত্তা, আবাসন, স্বাস্থ্য ও নেতৃত্ব নিশ্চিত না হলে ডাকসু কখনোই পূর্ণাঙ্গ হবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—কথা নয়, সময়সীমাসহ ফল দেখাব।’ তার মূল নীতি তিনটি বাক্যে সংক্ষেপে: কথা নয়, কাজে প্রমাণ; ফাইল নয়, ফলাফল; প্রতিশ্রুতি নয়, সময়সীমাসহ ডেলিভারি। মুদাব্বীরের ইশতেহারে ১২ দফা প্রতিশ্রুতি রয়েছে। এর মধ্যে রয়েছে উইমেনস সেফটি অ্যান্ড ডিগনিটি প্যাকেজ, নারী শিক্ষার্থীদের আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ক্যাম্পাস সেফটি ও জরুরি সহায়তা ব্যবস্থা, মাসিক সেইফটি ওয়াক (প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধি), আলো, সিসিটিভি, স্যানিটেশন ও নিরাপদ পথের ট্র্যাকার, আবাসন সংকট সমাধানের রোডম্যাপ, র্যাগিং জিরো টলারেন্স নীতি ও ভিকটিম সাপোর্ট, অ্যাকাডেমিক সাপোর্ট ও লাইব্রেরি আওয়ার বৃদ্ধি, সেমিস্টারভিত্তিক স্টাডি ক্লিনিক, পরীক্ষার আগে স্টাডি স্পেস, স্কলারশিপ, জরুরি সহায়তা ও ফিনান্সিয়াল এইড, মানসিক স্বাস্থ্যসেবা এবং ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নিজের ভিশন তুলে ধরে মুদাব্বীর লিখেছেন, ‘ডাকসু শুধু আলোচনার প্ল্যাটফর্ম নয়, সমাধানের প্ল্যাটফর্ম হবে। আমরা চাই বাস্তব ফলাফল, দায়িত্বশীল নেতৃত্ব ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ।’
মন্তব্য করুন