ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

মাইলফলক স্পর্শ করে যা বললেন সাকিব

মাইলফলক স্পর্শ করে যা বললেন সাকিব, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ খেলার সময় ক্যারিয়ারের ৫০০ উইকেট সংগ্রহ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।

রোববার (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে অসাধারণ বোলিং করেন সাকিব। মাত্র ২ ওভারে ১১ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট। এর মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে সাকিব পূর্ণ করেন তার ৫০০ উইকেট। পরে আরও ২ উইকেট নিয়ে তার সংগ্রহ দাঁড়ায় ৫০২ উইকেট। এছাড়া, টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার পাশাপাশি ৭ হাজার রান করা বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন সাকিব। 

মাইলফলক স্পর্শের পর খুশি সাকিব বলেছেন, ‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। দীর্ঘ এক ক্যারিয়ার এবং অনেক কিছু অর্জন করতে পেরে আমি সত্যিই সন্তুষ্ট।’ তবে সাকিব জানালেন, এই রেকর্ডের জন্য তাকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। সিপিএলের চলতি আসরের প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন তিনি, যেখানে তার সংগ্রহে ছিল মাত্র ১টি উইকেট। সাকিব বলেন, ‘কিছুটা হতাশা ছিল তবে যখন সুযোগ পেলাম, আমি দলের প্রয়োজনে অবদান রাখতে পারলাম তা শান্তি দিয়েছে।’

আরও পড়ুন

এছাড়া, সাকিব তার পরিবারের কাছে এই অর্জনের জন্য কৃতজ্ঞ। তিনি বলেন, ‘পরিবার পাশে থাকলে সবকিছু সহজ হয়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি অনেক স্বস্তি দেয়। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আমি এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রয়েছি, তাদের সমর্থনেই আমি এই পর্যায়ে পৌঁছতে পেরেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের বোদায় যৌথবাহিনীর অভিযানে রেস্টুরেন্টে জরিমানা ও হাসপাতাল সিলগালা

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী রূপা গ্রেফতার

তিতাসের দোকান, করতোয়া ও পেপসি

নওগাঁর সাপাহারে মারপিটে বৃদ্ধা নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পঞ্চগড় দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক