ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বিয়ার পানের বয়স কমাতে চায় দিল্লি সরকার

বিয়ার পানের বয়স কমাতে চায় দিল্লি সরকার

দিল্লি সরকার বিয়ার পান করার আইনি বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২১ বছর করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে রাজধানী দিল্লিকে প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যে আনা এবং অবৈধ মদ বিক্রি নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য।

চলতি সপ্তাহে দিল্লির আবগারি নীতি পর্যালোচনার সময় উচ্চপর্যায়ের এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বর্তমানে, নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও ফরিদাবাদসহ এনসিআর অঞ্চলের অন্যান্য শহরে মদ পানের আইনি বয়স ২১ বছর হলেও দিল্লিতে তা ২৫ বছর। ফলে রাজধানীতে অবৈধভাবে মদ বিক্রির প্রবণতা বেড়েছে বলে মনে করছে প্রশাসন। নতুন এই বয়সসীমা চালু হলে কালোবাজারি কমবে এবং সরকারের রাজস্বও সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে।

সরকার দিল্লিতে মদের বিক্রয় ব্যবস্থায় পরিবর্তনের বিষয়েও চিন্তাভাবনা করছে। বর্তমানে কেবল রাজ্য-চালিত করপোরেশনগুলো মদের দোকান পরিচালনা করে। তবে একটি হাব্রিড মডেলের প্রস্তাব বিবেচনায় রয়েছে, যেখানে বেসরকারি খাতের অংশগ্রহণও থাকবে।

আরও পড়ুন

২০২২ সালে বেসরকারি খুচরা বিক্রেতাদের অনুমতি দেওয়া নীতি দুর্নীতির অভিযোগে বাতিল করা হয়। এরপর থেকেই শুধু সরকার-নিয়ন্ত্রিত বিক্রয়ব্যবস্থাই বহাল রয়েছে।

এক কর্মকর্তা জানায়, দিল্লি আবগারি আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত বয়সের আগে মদ পানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আমাদের লক্ষ্য হলো বিক্রয়ব্যবস্থাকে আধুনিক করে আরও স্বচ্ছতা আনা।

এই নীতি সংস্কার বিষয়ক একটি উচ্চ পর্যায়ের কমিটি এরই মধ্যে এই খাতের অংশীদারদের সঙ্গে পরামর্শ শুরু করেছে। কমিটি জাতীয় ও আন্তর্জাতিক প্রিমিয়াম ব্র্যান্ডের সহজলভ্যতা নিয়েও কাজ করছে। কারণ বর্তমানে দিল্লিতে ঘাটতির কারণে অনেকেই মদ কিনতে পার্শ্ববর্তী রাজ্যে যান। সূত্র: হিন্দুস্তান টাইমস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ময়মনসিংহে বহুতল ভবনের নিচ থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

মাছের টিকিয়া তৈরির সহজ রেসিপি

রাজধানীর কদমতলীতে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ আটক ২