ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জীবনের প্রথম সম্মাননা মা’কে উৎসর্গ করলেন টুশি

জীবনের প্রথম সম্মাননা মা’কে উৎসর্গ করলেন টুশি

অভি মঈনুদ্দীন ঃ রাষ্ট্র বা রাষ্ট্র স্বীকৃত যেকোনো সংগঠন থেকে সম্মাননা প্রাপ্তি একজন ব্যক্তি বা শিল্পীর জন্য অনেক সম্মানের, আনন্দের, ভালোলাগার। যদিও বা সম্মাননা বা পুরস্কার প্রাপ্তির আশায় মানুষ কাজ করেনা। তবে এসব প্রাপ্তি একজন মানুষের মধ্যে কাজের প্রতি ভালোলাগা এবং আরো দায়িত্ব বাড়িয়ে দেয়। আর জীবনের প্রথম সম্মাননা প্রাপ্তি যে কারো জন্যই অনেক আনন্দের ভালোলাগার।

২০২৩ সালের ‘চ্যানের আই সেরাকন্ঠ’র সেরাদের সেরা (প্রতিযোগিতার চুড়ান্ত ফলাফলে রুনা লায়লার মুখে প্রথম উচ্চারিত নাম) সাবরিনা নওশীন টুশি এবারই প্রথম তার এই সাফল্যের কারণে একটি সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত একটি সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে টুশি’র হাতে সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত টুশি।

টুশি বলেন,‘ সঙ্গীত জীবনে চলার পথে অনেকের অনুপ্রেরণা পেয়েছি। তাদের অনুপ্রেরণায় নিজেকে গানে আরো ভালো করার চেষ্টা করেছি। বিশেষত সেরাকন্ঠ’তে থাকার সময় শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের প্রতিটি কথাই আমি আগামী দিনের অনুপ্রেরণা হিসেবে কাজে লাগানোর চেষ্টা করি। সেইসাথে শ্রদ্ধেয় সামিনা ম্যাম, বন্যা ম্যামের দিক নির্দেশনাও মাথায় থাকে আমার। চ্যাম্পিয়ন হবার পর রয়েল ক্যাফে ও হাওড় জিন্সের সৌজন্যে প্রথম সম্মাননা স্মারক পাই আমি। কোনো সংগঠন কর্তক বর্ণাঢ্য আয়োজনে এবারই প্রথম আমি সম্মাননায় ভূষিত হলাম। যদিও সেরাকন্ঠ’তে আমি সেরাদের সেরা হয়েছি-এটাই অনেক অনেক বড় অর্জন আমার। সেই অর্জনকে মূল্যায়ন করেই এই সম্মাননা প্রাপ্তি। ধন্যবাদ আয়োজকদের যারা আমাকে এই সম্মাননায় ভূষিত করেছেন। ধন্যবাদ আমার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গুরু, গানের গুরু’সহ আামর বাবা মা ও বোনদেরকে। ধন্যবাদ আমার গানের যারা নিয়মিত শ্রোতা ভক্ত। আল্লাহর কাছে অসীম শুকরিয়া। গানে গানে আগামীতে মুগ্ধতা ছড়াতে চাই। আর শুধু এতোটুকুই চাই আমার জীবনে যতো সফলতাই আসুক না কেন, আমি যেন আজীবন এমনই থাকি এখন যেমনটা আছি। আমার মাঝে যেন একটুও অহংকার না আসে, আমি যেন বিনয়ী হিসেবেই সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। আর আমি আমার জীবনের প্রথম এই সম্মাননা আমার আম্মু’কে উৎসর্গ করলাম। কারণ আমার আজকের এই অবস্থানে আসার নেপথ্যে আমার আম্মু অনকে অনেক কষ্ট করেছেন।’

আরও পড়ুন

এদিকে গত ৪ সেপ্টেম্বর সকালে চ্যানেল আইতে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে শ্রদ্ধা জানিয়ে সাবিনা ইয়াসমিনের গাওয়া জনপ্রিয় কিছু গান পরিবেশন করেছিলেন টুশি।

এরইমধ্যে নারায়ণগঞ্জের মেয়ে টুশি একুশে টিভির ‘গানের ওপারে’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন। কিছুদিন আগে ইউটিউবে টুশির কন্ঠে রবীন্দ্র সঙ্গীত ‘তুমি রবে নীরবে’ গানটি প্রকাশ পাবার পর বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অবৈধ দোকানীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

পঞ্চগড়ের বোদায় বীজ বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষক

বোমার হুমকি, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষকদের আমরণ অনশন

পরিচালকদের কাছে কেন ক্ষমা চাইলেন পপি

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

জয়পুরহাটের ক্ষেতলালে দুই শিক্ষক ১১ মাস থেকে বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন