ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আমাজনে উভচর ইঁদুরসহ ২৮টি নতুন প্রজাতির সন্ধান

সংগৃহীত,আমাজনে উভচর ইঁদুরসহ ২৮টি নতুন প্রজাতির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ পেরুর আমাজন বৃষ্টিবহুল অরণ্যে উভচর ইঁদুরসহ ২৮টি নতুন প্রজাতির প্রানীর সন্ধান পাওয়া গেছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে ইঁদুর, কাঠবিড়ালি, মাছ, ব্যাঙ, প্রজাপতি প্রভৃতি।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী, প্রানী সংরক্ষণ ও গবেষণা সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনালের র‌্যাপিড অ্যাসেসমেন্ট নামের একটি কর্মসূচির শীর্ষ নির্বাহী কর্মকর্তা ট্রন্ড লারসেন বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়ে বলেন, নতুন আবিষ্কৃত প্রজাতিগুলোর মধ্যে রয়েছে উভচর ইঁদুর, কাঁটাযুক্ত ইঁদুর, ছোটো আকারের একপ্রকার কাঠবিড়ালি, আট ধরনের মাছ, তিন ধরনের উভচর এবং ১০ ধরনের প্রজাপতি।

লারসেন বলেন, “আমরা একপ্রকার ইঁদুরের সন্ধান পেয়েছি যে মাটি ও পানিতে চলাচলের ক্ষেত্রে তারা সমান দক্ষ এবং সাধারণত পানি থেকেই তাদের খাবার যোগাড় করে। এক ধরনের মাগুর মাছ পেয়েছি, সেগুলোর দেহে আঁশ রয়েছে। এক ধরনের নতুন কাঠবিড়ালির সন্ধান পেয়েছি, যেটির আকার পূর্নবয়স্ক অবস্থায় সাধারণ মানুষের হাতের তালুর চেয়েও ছোটো।

“আমার ধারণা, আমাজনের পেরু অংশ নিয়ে জীববিজ্ঞানীরা তেমন মাথা ঘামাননি। কারণ ইতোমধ্যে আমরা ২৮টি নতুন প্রজাতি আবিষ্কার করতে পেরেছি এবং যা বুঝতে পারছি, সামনে আরও বেশ কয়েকটি নতুন প্রজাতি আবিষ্কার করতে পারব আমরা।”

এর যুক্তি হিসেবে তিনি বলেন, “নতুন যে প্রজাতিগুলোর আবিষ্কার হয়েছে, সেগুলোর সন্ধান মিলেছে আমাজনের আলটো মায়ো অঞ্চল ও তার আশপাশের। এই অঞ্চলটি একটি সংরক্ষিত অঞ্চল এবং জঙ্গলের খুব ভেতরে নয়। কয়েকটি আদিবাসী অধ্যুষিত গ্রামও এখানে রয়েছে। এই আদিবাসীরা সবাই আওয়াজুন নৃগোষ্ঠীর।”


“আমরা যদি জঙ্গলের একদম গভীরে যাই, তাহলে আরও নতুন প্রজাতির সন্ধান পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।”

আরও পড়ুন

২০২২ সালের জুন থেকে পেরুর আমাজন অঞ্চলে নতুন প্রজাতির প্রানীর অনুসন্ধান কার্যক্রম শুরেু করেছে কানজারভেশন ইন্টারন্যাশনালের একটি বিশেষজ্ঞ দল। এ দলের মোট সদস্য সংখ্যা ১৩ জন। ট্রন্ড লারসেন দলটির নেতৃত্ব দিচ্ছেন।”

রয়টার্সকে লারসেন বলেন, “আওয়াজুন নৃগোষ্ঠী লোকজনরা আমাদের খুব সহযোগিতা করছেন। তাদের সঙ্গে কাজ করা বেশ উপভোগ্য। এই গোষ্ঠীর লোকজন হাজার হাজার বছর ধরে আমাজনের অরণ্যাঞ্চলে বসবাস করছেন। বন-জঙ্গল, গাছপালা, পশুপাখি সম্পর্কে তাদের ধারণা ঐতিহ্যগতভাবেই খুব গভীর।”

তবে যেভাবে প্রতিনিয়ত আমাজন জঙ্গল উজাড় হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে এই অঞ্চলের বাস্তুসংস্থানের ওপর তার গুরুতর প্রভাব পড়বে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম বৃষ্টিবহুল অরণ্য আমাজন দক্ষিণ আমেরিকার ৯টি দেশজুড়ে বিস্তৃত। এই দেশগুলো হলো ব্রাজিল, বলিভিয়া, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডর।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা