ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক রংপুরের

যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক রংপুরের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে এশিয়া কাপ জিতিয়েছেন আজিজুল হাকিম তামিম। মেধাবী অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন এই তরুণ। এরপর সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতেও রানের দেখা পেয়েছেন। হয়েছেন সেরা পাঁচ রান সংগ্রাহকের একজন। আসন্ন বিপিএলে দল পেয়েছেন তিনি।

চারদিন বাদেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপজয়ী দলের অধিনায়ক আজিজুল হক তামিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এবারের এনসিএলে খুলনার হয়ে খেলেছিলেন টাইগার ক্রিকেটের এই নতুন তামিম। নয় ম্যাচে ১৩৭ স্ট্রাইক রেটে ২৩৭ রান করে আসরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। দুটি অর্ধশতকও হাঁকিয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও মন্দ নয় তার। এনসিএলে তিন ইনিংসে বল করে কোনো উইকেট না পেলেও এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।

আরও পড়ুন

এবারের বিপিএলে বেশ গোছাল দল গড়েছে রংপুর রাইডার্স। সম্প্রতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগের শিরোপা জিতে ফিরেছে রাইডাররা। বিপিএলের ড্রাফট থেকে নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, ইরফান শুক্কুর, রেজাউর রহমান, আকিফ জাভেদ, কার্টিস ক্যামফারের মতো পরিচিত মুখদের দলে ভিড়িয়েছে। এছাড়া ড্রাফটের আগেই নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ ও খুশদীল শাহকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।বিপিএলে উদ্বোধনী দিনেই মাঠে নামবে রংপুর। ৩০ ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার