জয়পুরহাটের আক্কেলপুরে মাদ্রাসায় নাইট গার্ডকে বেঁধে রেখে চুরি
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিনঝার আহমাদিয়া দাখিল মাদ্রাসায় চুরি সংগঠিত হয়েছে। গত শুক্রবার রাতের কোন এক সময়ে মাদ্রাসার অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে অফিসে থাকা দু’টি ল্যাপটপ, একটি কম্পিউটার, সাউন্ড বক্স, সিসি ক্যামেরা এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায় চোরের দল।
এছাড়াও চোরেরা যাওয়ার সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র আলমারি থেকে বের করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যায়। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাদ্রাসার সহকারী সুপার আইয়ুব হোসেন বলেন, মাদ্রাসার পাশে থাকা অত্র মাদ্রাসার কম্পিউটার শিক্ষক রাত ৩টার দিকে বিষয়টি জানান। তিনি আরও জানান, নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে চোরেরা অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। চুকিকৃত মালামালের দাম প্রায় তিন লাখ টাকা।
আরও পড়ুনআক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, চুরির জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চুরির ঘটনার তদন্ত চলছে।
মন্তব্য করুন