ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ১৬ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে থানায় সংশ্লিষ্ট আইনে দুটি মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- ইকবাল হোসেন (২৪), নয়ন শেখ (২১), শান্ত রহমান (২১), জালাল উদ্দিন (২৪), যাদব বর্মণ শুক্ল (৪২), বাচ্চু (৩৮), সাইফুল ইসলাম (২৫), খোকন মন্ডল (৪৫), লিটন মোল্লা (২৬), রতন (৩০), মাহাবুব পাঠান (৪০), শামছুল আরিফিন সিজান (২০),  আলমগীর শেখ (৩৪), আবিদ হাসান শেখ (২০), নূরে আলম (২৩) ও শফিকুল ইসলাম (৪০)।

আরও পড়ুন

পুলিশ জানায়, শনিবার রাত ৮টা থেকে রোববার ভোর পর্যন্ত টঙ্গীর দক্ষিণ আরিচপুর, টঙ্গীবাজার সড়ক ও জনপথ অফিসের সামনে ও হোন্ডা রোডে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২টি সুইচ গিয়ার, ৪টি ধারালো চাকু ও ১টি কাঁচি উদ্ধার করা হয়। 

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের শেষে রোববার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী

আগামী ঈদের জন্য নাটকে অভিনয়ে ব্যস্ত অহনা

বগুড়ার নন্দীগ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উৎসব পরিদর্শন করলেন ডিসি