ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

বগুড়ায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

বগুড়ায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদেরর অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বগুড়ায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. আমির হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, পুলিশ পরিদরশক (ক্রাইম) একেএম লুৎফর রহমান।

অনুষ্ঠানে আলোচক ছিলেন সরকারি শাহ সুলতান কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমদাদুল হক। আলোচনা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষ্যে রচনা, চিত্রাঙ্কন, বইপাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী ৪৬ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। জাতীয় গ্রন্থাগার দিবসের সকল কর্মসূচিতে জেলার সকল অফিস প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন

আলোচনা সভায় বক্তারা, জাতীয় গ্রন্থাগার দিবসে জাতীয় জীবনে গ্রন্থাগারের ভূমিকা ও তাৎপর্য বিষয়ে বিশদ আলোচনা করেন এবং সকলকে মানবিকতা ও মননশীলতা চর্চার আহ্বান জানান। সেই সাথে জেলা সরকারি গণগ্রন্থাগার, বগুড়ার আয়োজনকে সাধুবাদ জানান। এর আগে শহরের র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা : র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ