ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

লালমনিরহাটে যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

লালমনিরহাটে যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি : বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে অবরোধ করে স্থানীয়রা। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বুড়িমারীগামী লোকাল ট্রেন থামিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। ফলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস শুরু থেকে লালমনিরহাট-ঢাকা যাতায়াত করছে। পরবর্তীতে জেলাবাসীর আন্দোলনের ফলে ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়াতের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী-ঢাকা যাতায়াত করবে।

সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ। কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও টিকিট বিক্রি করা হয়। কিন্তু রেল বিভাগ হঠাৎ তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রা বিরতি বন্ধ ঘোষণা করে। এতে স্থানীয়রা উত্তেজিত হয়ে এদিন  সকালে তুষভান্ডার রেল স্টেশনে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

তুষভান্ডার রেল স্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। হঠাৎ চিঠি পাঠিয়ে তা বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ