উখিয়ায় নিখোঁজ ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় কামাল উদ্দিন দুর্জয় নামে একজন ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মনখালী এলাকার একটি ছড়া (প্রবাহমান ক্ষুদ্র জলধারা) থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কামাল উদ্দিন দুর্জয় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের বাসিন্দা, মরহুম ছিদ্দিক আহমদের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য এবং উখিয়া উপজেলা যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
পরিবারের দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এলাকায় তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
আরও পড়ুনপরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার পর থেকে কামাল উদ্দিন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে মনখালীর পাশে একটি ছড়ায় তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। নিহতের শ্বশুর, শিক্ষক আবদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। কীভাবে কী হয়েছে, কিছুই এখনো জানি না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। উখিয়ায় নিখোঁজ ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
মন্তব্য করুন