বগুড়া জিলা স্কুলের পাশ থেকে পাবলিক টয়লেট অপসারণের দাবি ছাত্রদের

স্টাফ রিপোর্টার : বগুড়া জিলা স্কুলের মূল গেটের পূর্বপাশ থেকে পাবলিক টয়লেট অপসারণে দাবি করেছেন স্কুলের শিক্ষার্থীরা। এর আগে গত বছরের ২০ অক্টোবর স্কুলের পক্ষ থেকে একই দাবিতে বগুড়া পৌরসভার মেয়র বরাবরে আবেদন করেছিলেন স্কুলের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহমিনা বেগম। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অনুলিপি দিয়েছিলেন তিনি।
সম্প্রতি বৃষ্টি হওয়ার পর জিলা স্কুলের সামনে পানি জমে যায়। ওই পানিতে টয়লেটের ময়লা দেখা যায় এবং তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ অবস্থায় স্কুলের দশম শ্রেণির ছাত্র আব্দুর রহমান দিয়ান, ফাইজার রহমান রুপান্তরসহ অন্য ছাত্ররা পাবলিক টয়লেট অপসারণ করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বগুড়া জিলা স্কুলের প্রধান ফটকের পাশেই পাবলিক টয়লেট, যা স্কুলের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। টয়লেটটি থেকে নোংরা পানি, মলসহ দুর্গন্ধ ছড়াচ্ছে। টয়লেটের সেফটি ট্যাংক লিকেজের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনএদিকে গত ২০ অক্টোবর প্রধান শিক্ষকের দেওয়া পত্রে স্কুলের পাশ থেকে পাবলিক টয়লেট অপসারণ, দোকানপাট উচ্ছেদ, রাস্তায় স্পিড ব্রেকার স্থাপন, স্কুলের সামনে যানবাহন না রাখার বিষয়টি তুলে ধরেন। আব্দুর রহমান দিয়ান, ফাইজার রহমান রুপান্তর জানান, স্কুলের সামনের নোংরা পানির জন্য তারা ঠিকমত চলাফেরা করতে পারেন না। দুর্গন্ধের কারণে স্কুলে সামনে দিয়ে চলাফেরা করা কষ্টকর হয়েছে।
এই দুই ছাত্র আরও বলেন, জিলা স্কুলে দেয়ালের সাথে রাতে ময়লা ফেলা হয় এবং অনেকে দেয়ালে প্রস্রাব করেন। তারা এটা বন্ধ করার দাবিও জানান এবং প্রাচীরসংলগ্ন ফুটপাত পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান।
মন্তব্য করুন