ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

রংপুরের মিঠাপুকুরে ছোটভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে ছোটভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু। প্রতীকী ছবি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে আজ মঙ্গলবার (৪ মার্চ) ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এই হত্যাকান্ডের ঘটনায় থানা পুলিশ ছোট ভাই শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে। উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আটপুনিয়া বালুপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম তার বড়ভাই আতিয়ার রহমানের (৫৪) ওপর হামলা চালিয়ে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আতিয়ার রহমানের মৃত্যু হয়। থানা পুলিশ ছোটভাই শরিফুলকেল গ্রেফতার করেছে। শরিফুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ছিলেন বলে জানান হয়।

আরও পড়ুন

এলাকার লোকজন জানান, নিহত আতিয়ার রহমান রিকশাভ্যান চালিয়ে সংসার চালাতেন এবং তিনিই ছোট ভাই শরিফুল ইসলামকে খাবার দিতেন। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

১১তম একনেক সভায় নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন তালিকায় নেই জবি

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায়  লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

পাবনার বেড়ায় এখনও জমে ওঠেনি পশুর হাট

এই সময়ে দীঘি