ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ২

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ২

নিউজ ডেস্ক:   নড়াইলের লোহাগড়ার দিননাথপাড়া গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পান্নু মোল্যা (৩৮) ও সহযোগি তার  আপন ভাবী শারমিন আক্তার (৩২) কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। 


সোমবার (১০মার্চ) বিকালে ওই শিশুর মা হাসিনা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার ৩ ঘণ্টা পর বিকালে লোহাগড়া থানা পুলিশ এই দু'জনকে আটক করে থানায় নিয়ে আসে।  

আটককৃত পান্নু মোল্যা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়া গ্রামের সোনা মোল্যার ছেলে এবং সহযোগী শারমিন আক্তার তার বড় ভাই বাবু মোল্যার স্ত্রী। 

মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ মার্চ) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুটি পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে তাকে ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে পান্নু মোল্যা। পরে শিশুটি তার পরিবারকে এ ঘটনাটি বলে দেয়। পরে স্থানীয় মাতুব্বররা শিশুটির মাকে মামলা করতে নিষেধ করেন। শিশুটির মা বাদী হয়ে সোমবার বিকালে লোহাগড়া থানায়  মামলা দায়ের করেন।

আরও পড়ুন


শিশুর বাবা মাহাবুর রহমান বলেন, “আমার ছোট শিশু মেয়েটি পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় পান্নু মোল্যা তাকে ঘরের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি কাউকে না বলার জন্য পান্নুর ভাবী শারমিন আমার মেয়েকে শাসিয়ে দেয় । পরে আমি বিষয়টি আমরা জানতে পারি। এরপর গ্রামের মাতুব্বর তুজি মোল্যা, পল্লী চিকিৎসক ওবাদুর এ ঘটনায় মামলা না করে স্থানীয় পর্যায়ে মিমাংসার কথা বলে তালবাহানা করতে থাকে। পরে সোমবার আমার স্ত্রী  হাসিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে।” 


লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “মামলা দায়েরের পর সন্ধ্যায় আসামি পান্নু মোল্যা ও তার সহযোগী বড় ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন আক্তারকে আটক করেছি। মঙ্গলবার (১১মার্চ) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান