ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

স্ত্রীকে ফোনে হোল্ড রেখে ‘বিদায়’ বলে ট্রেনের নিচে ঝাঁপ

স্ত্রীকে ফোনে হোল্ড রেখে ‘বিদায়’ বলে ট্রেনের নিচে ঝাঁপ

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণ দিকের আউটার সিগন্যালের কাছে নিজের ফেসবুক আইডিতে ‘শ্রীপুর রেলস্টেশন! আজ রেলে কাটা লাশ হয়ে যাব’ লিখে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায়  এ ঘটনা ঘটে। পরে রাত ৮টায় তার মরদেহ উদ্ধার হয়েছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থলে ক্ষতবিক্ষত অবস্থায় খাইরুল বাসার সুজনের (৩৫) মরদেহ পড়ে ছিল।

নিহত খাইরুল বাসার সুজন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুরশা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে থাকতেন। সেখানে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

খাইরুল বাসার সুজনের ফেসবুক আইডি অনুসন্ধানে দেখা গেছে, মৃত্যুর ৭ ঘণ্টা আগে তিনি দুই দফা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। অপর একটি স্ট্যাটাসে তিনি লিখেন, ‘সুখে থাকিস রাজকুমারী। আর কয়েক ঘণ্টা পরে আমার মৃত্যুর খবর শুনতে পাবি। অনেক ভালোবাসতাম তোকে। কিন্তু তুই আমাকে বাঁচতে দিলি না।’

আরও পড়ুন

পারিবারিক সূত্র জানায়, শ্রীপুরের চন্নাপাড়া গ্রামে খাইরুল বাসারের সঙ্গে তার স্ত্রী মোসা. ফাতেমাও থাকেন। সকালে খাইরুল বাসার ভাড়া বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি বাড়িতে ফিরছিলেন না। একপর্যায়ে সন্ধ্যায় স্ত্রী ফোন করলে খাইরুল বাসার জানান তিনি শ্রীপুর রেলস্টেশনে আছেন। কিছুক্ষণের মধ্যেই স্ত্রীকে ফোন করে তিনি বলেন ‘বিদায়’। এরপর ট্রেন চলার শব্দ পান স্ত্রী। দীর্ঘক্ষণ তিনি লাইনে থেকেও আর খাইরুল বাসারের কণ্ঠ শুনতে পাননি।

নিহতের স্বজন মো. আশিক জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে খাইরুল বাসারের মরদেহ শনাক্ত করেন। স্ত্রীকে ফোন কলে রেখে খাইরুল আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমনটি হতে পারে তা ধারণা করতে পারছেন না।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার শামীমা জাহান বলেন, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকার দিকে শ্রীপুর রেল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ আজ

জাতিসংঘের বিশেষ দূত আলবানিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি