বগুড়ার আদমদীঘিতে ২৫ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিক্রি নিষিদ্ধ ২৫ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম আদমদীঘি বাজার থেকে বিক্রির সময় এ মাছগুলো জব্দ করেন। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আদমদীঘি বাজারে বিক্রি নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। এমন সংবাদেরভিত্তিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলামের নেতৃত্বে আদমদীঘি বাজারে অভিযান চালিয়ে ২৫ কেজি জাটকা জব্দ করেন। পরে জব্দকৃত মাছ এতিমখানায় প্রদান করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন