হবিগঞ্জে কোথায় কখন ঈদের জামাত
_original_1743333963.jpg)
নিউজ ডেস্ক: জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় যদি বাংলাদেশের আকাশে আজ শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
চৌধুরীবাজার সুন্নী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, সওদাগর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, রাজনগর জামে মসজিদে সকাল ৮টায়, দানিয়ালপুর জামে মসজিদে সকাল ৯টায়, উমেদনগর তাওয়াকুলীয়া জামে মসজিদে সকাল ৯টায়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে সকাল ৮টায়, রেলওয়ে জামে মসজিদে জামাত সকাল ৯টায় ও পিটিআই জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
মন্তব্য করুন