বগুড়ার কাহালুতে কোচের ধাক্কায় দুইজন নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচের ধাক্কায় নুর আলম(৫৫) এক ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত এবং ঘটনার এক ঘন্টা পর আহত ভ্যান যাত্রী মোফাজ্জ্বল হোসেন (৫০) বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটে আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল সোয়া ৯ টার দিকে বগুড়া-সান্তাহার মহাসড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভেঁপড়া এলাকায় ডি’কে অটো রাইস মিলের পাশে।
কাহালু থানার এসআই মহিউদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ভ্যান চালক নুর আলম উপজেলার নারহট্ট ইউনিয়নের শিড়ক প্রামানিক পাড়া গ্রামের মৃত ওসমানের ছেলে এবং যাত্রী মোফাজ্জ্বল হোসেন একই উপজেলার পাইকড় ইউনিয়নের পাইকড় পাঞ্জুয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজার থেকে নিহত ভ্যান চালক নুর আলম ভ্যান যাত্রী মোফাজ্জ্বলকে নিয়ে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে নিজ বাড়ি ফেরার সময় উল্লেখিত স্থানে নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালক নুর আলম সড়কের ওপর ছিটকে পড়ে শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময় কোচের ধাক্কায় ভ্যানের উপরে বসে থাকা যাত্রী মোফাজ্জ্বল হোসেনের বাম হাত তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুনঘটনার পরপরই কাহালু উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গুরুতর আহত মোফাজ্জলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সকাল সাড়ে ১১ টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মন্তব্য করুন