ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

পথচারী শিশুকে চুরির অভিযোগে মারধর,সাথের তিন নারীর চুল কর্তন

পথচারী শিশুকে চুরির অভিযোগে মারধর,সাথের তিন নারীর চুল কর্তন

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে এনসিসি ব্যাংকের নিচে অবস্থিত চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোরের সামনে তিন নারীর মাথার চুল কেটে ও এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে। 

রোববার (১৩ এপ্রিল) রাতে  এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, অ্যালুমিনিয়াম দোকানের পাশ দিয়ে এক শিশুসহ তিন নারী যাচ্ছিলেন। এসময় শিশুটি দোকানের বাইরে থাকা একটি পার্টস হাতে ধরে। বিষয়টি দেখে দোকানের সামনে থাকা সুমন দাস এগিয়ে এসে শিশুটিকে চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করেন।

এরপর সুমন তার সহযোগী মো. রাব্বিকে নিয়ে বোরখা পরা নারীদের মাথার কাপড় খুলে চুল কাটেন। শুধু তাই নয়, শিশুসহ ওই দুই নারীকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে মারধর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হলে ক্ষোভের সৃষ্টি হয় জনগণের মাঝে।

আরও পড়ুন

ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নারীর চুল কেঁচি দিয়ে কাটছেন সুমন দাস। এসময় অন্য দুই নারীকে আটকে রাখা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা পুলিশে অভিযোগ দেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন সড়ক বাজারের ব্যবসায়ী মেসার্স এসএম ইলেকট্রিক কর্নারের মালিক সুমন দাস ও মা টেলিকমের মালিক মো. রাব্বি।

সোমবার সকালে আখাউড়া থানার সামনে জমায়েত হয়ে দ্রুত তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান স্থানীয়রা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশের অভিযান চলমান। ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী