ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

মেট গালায় শাহরুখকে চিনলেন না উপস্থাপক!

মেট গালায় শাহরুখকে চিনলেন না উপস্থাপক!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মর্যাদাপূর্ণ মেট গালায় লাল কার্পেটে হেঁটে ইতিহাস লিখলেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আয়োজনে বিস্মিত করলেন কিং খান!

ডিজাইনারের মতে, শাহরুখ ‘তাসমানিয়ান সুপারফাইন উলের’ মেঝে পর্যন্ত দৈর্ঘ্যের লম্বা কোট পরেছিলেন। যার মনোগ্রাম করা ‘জাপানি হর্ন বোতাম’ ছিল এবং ‘দ্য বেঙ্গল টাইগার হেড ক্যান’ পরেছিলেন ১৮ ক্যারেট সোনায় তৈরি, ট্যুরমালাইন, নীলকান্তমণি, পুরানো খনি থেকে কাটা উজ্জ্বল হীরা।’

আরও পড়ুন

যদিও গ্ল্যামারের জাঁকজমকের মধ্যেও একটা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। রেড কার্পেটের সেই মুহূর্ত অবশ্য এখন ভাইরাল হয়ে গিয়েছে। এক্স প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে যে, রেড কার্পেটে দাঁড়িয়ে এক রেড কার্পেট উপস্থাপককে নিজের পরিচয় দিতে হচ্ছে বলিউড বাদশাকে। আসলে ওই উপস্থাপক নাকি শাহরুখকে চিনতেই পারেননি। সেই কারণে মেট গালার তাৎপর্য সম্পর্কে নিজের বক্তব্য রাখতে যাওয়ার আগে রেড কার্পেটে অভিনেতা নিজের পরিচয় দিয়ে বলেন যে, ‘আমি শাহরুখ।’  শাহরুখ খান এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে। এখানে তার মেয়ে সুহানাও অভিনয় করছেন। আরও আছেন দীপিকা পাড়ুকোন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের সরকার ব্যয়ের মহোৎসব করেছে : বাণিজ্য উপদেষ্টা

রাতের মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুই সিরিজ সামনে রেখে মিরপুরে টাইগারদের ক্যাম্প শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

গাজায় প্রতি ৪০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার আর নেই