রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাবো বিশ্বরোডে ট্রাকের ধাক্কায় জাহিদ হোসেন(৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় ইউসুফ ভুইয়া (৪৫) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ মে) বিকাল সোয়া চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসা ব্যবসায়ী বিশাল জানান, তারা দুইজনেই সদরঘাট এলাকায় শিপের মালামাল বিক্রি করে। লোহার মালপত্র কেনার জন্য ইসুফফ ভুইয়া ও জাহিদ হোসেন মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ও ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে সিটকে পড়ে। এতে তারা দুজনই আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জাহিদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
তিনি আরো জানান, বর্তমানে সে সূত্রাপুর বাজারে এলাকায় থাকতো তার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার মুনসিনগর গ্রামে। সে ওই এলাকার মো. হোসেনের ছেলে। আহত ইউসুফ ভুইয়া হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
মন্তব্য করুন