ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

‘প্লে-ব্যাক’ আর মৌলিক গান নিয়েই স্বপ্ন টুশির

‘প্লে-ব্যাক’ আর মৌলিক গান নিয়েই স্বপ্ন টুশির

অভি মঈনুদ্দীন ঃ এরইমধ্যে সবারই জানা হয়েগেছে ‘চ্য্যানেল আই সেরাকন্ঠ ২০২৩’-এ সেরাদের সেরার তালিকায় প্রথম হয়েছেন নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুশি। প্রতিযোগিতা চলাকালীন সময়ের একটি পর্বে টুশি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লা’র গাওয়া গান ‘ও বন্ধুরে প্রাণও বন্ধুরে’ গানটি গাইবার পর অতিথি বিচারক বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়ক আলমগীর বলেছিলেন,‘ টুশি-তোমার কন্ঠটা প্লে-ব্যাক (সিনেমার গান)-এর জন্য পারফেক্ট। তবে তোমাকে অনেক সাধনা করতে হবে, অনেক চর্চা করতে হবে।’

টুশিকে নিয়ে নায়ক আলমগীরের এই অভিমত সেদিন যেন উপস্থিত সকলেরই অভিমত ছিলো। যে কারণে টুশি পরবর্তীতে আরো বেশি অধ্যাবসায়ী হয়ে উঠেছেন, নিয়মিত গানের চর্চাতেই মগ্ন রাখছেন তিনি নিজেকে।

গত ১৮ মে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৯’তম আসরে ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩’র চুড়ান্ত পর্বের ফলাফলে কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা সেরাদের সেরা চারজনের মধ্যে প্রথম টুশির নামটিই উচ্চারণ করেন। মহাখুশীতে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন টুশি। যদিও বা এরইমধ্যে টুশি একটি সিনেমোতে প্লে-ব্যাক করেছেনও। তবে প্লে-ব্যাক নিয়ে এবং মৌলিক গান নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে।

আরও পড়ুন

টুশি বলেন,‘ শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের লেখা ও সুর করা একটি গানের লাইন হলো -গানই জীবন গানই আমার প্রাণ। এই কথাটা আমার জীবনের জন্যও ভীষণ সত্যি পরম সত্যি। গানই জীবন গানই আমার প্রাণ। ছোটবেলা থেকেই গান গাইতে ভালোবাসি। আমার বাবা মা আমার দুই বোন তারিন আপু, শান্তা আপু আমাকে সবসময় গানে অনুপ্রেরণা দিয়েছেন বলেই আমি শেখার সাহস করেছি। একটু একটু করে নিজেকে গানে ঠিকঠাক মতো গড়ে তোলার চেষ্টা করেছি। তবে চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩ আমাকে একটি প্লাটফরম দিয়েছে, সেরাদের সেরা হিসেবে প্রথম আমার নামটি ঘোষিত হয়েছে শ্রদ্ধা রুনা লায়লা ম্যামের কন্ঠে এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। এই প্লাটফরম আমাকে আগামীতে একজন সত্যিকারের সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে অনেক সাহস যুগিয়েছে। তবে গান কে ঘিরে আমার স্বপ্ন আলমগীর স্যারের আমাকে নিয়ে কমেন্টকে ঘিরেই। আমি প্লে-ব্যাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের দেশের মেগাস্টার শাকিব খান ভাইয়ের সিনেমাতে প্লে-ব্যাক করতে চাই। আর নিজের মৌলিক গানও বেশি বেশি করতে চাই।’

মূলত মা শাহানাজ রবের স্বপ্ন পূরণ করতেই টুশির সঙ্গীতশিল্পী হয়ে উঠা। এদিকে আগামী ২৮ মে বিটিভির ‘সঙ্গীতা’ অনুষ্ঠানের জন্য গান মৌলিক গান রেকর্ড করবেন টুশি। টুশি ২০১৭ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। গানে টুশির হাতেখড়ি মজিবুল হায়দার চৌধুরী সুজনের কাছে। এরপর তিনি একে একে গান শিখেণে রুমা রানী ধর, এসএম সেলিম ও শেখ জসীমের কাছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল

বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ড্রোন!

রাইসার কণ্ঠে আনন্দের গান ‘সন্ধ্যা নেমে আসুক’