পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় মটরসাইকেল দুর্ঘটনায় দিপু (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার (২ জুলাই) দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী-তেপুকুরিয়া সড়কেরঝলঝলি হাফিজিয়া মাদ্রারাসার সামেনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিপু ও কামিনী রায় মোটরসাইকেলযোগে ময়দানদিঘী হতে বাড়ি ফেরার সময় তেপুকুরিয়া বাজার হতে একটি ওষুধ কোম্পানির গাড়িটির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় দিপু মোটরসাইকেল হতে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। স্থানীয় লোকজন দ্রুত হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মোটরসাইকেল চালক কামিনী রায় সুস্থ রয়েছেন বলে জানা যায়।
স্থানীয় লোকজন ওষুধ কোম্পানির গাড়ি ও চালক আব্দুস সালামকে আটক করে বোদা থানায় নিয়ে আসে। নিহত দিপু উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের গুঞ্জর পাড়া গ্রামের বুদারু এর পুত্র। দুর্ঘটনায় বেঁচে যাওয়া কামিনী এই গ্রামের ননী গোপালের পুত্র।
আরও পড়ুনএ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মো: আজিম উদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ওষুধ কোম্পানির গাড়ি ও চালককে থানায় নিয়ে আসে। ভিকটিমের লোকজন থানায় এলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন