ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মোহনগঞ্জে অভিযানে গাঁজাসহ আটক ৪

মোহনগঞ্জে অভিযানে গাঁজাসহ আটক ৪

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাদের আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

আটক ব্যক্তিদের মধ্যে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার মো. ইকরামুল হোসেনকে (২৮) পাঁচ দিনের কারাদণ্ড, মো. রহমত উল্লাহকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড, টেংগাপাড়া এলাকার মো. গোলাম রনিকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড ও বারহাট্টা উপজেলার ছয়গাঁও এলাকার নুর মোহাম্মদকে (২৫) পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে পৌরশহরের শেয়ালজানি খাল পাড় এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গাঁজাসহ আটক করা হয়। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি ও স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন সহকারী কমিশনারকে (ভূমি) এম এ কাদের।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে মোহনগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় মৌসুমি ফল উৎসব

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

বগুড়ায় সরকারি আ. হক কলেজের সামনে দু’টি রেলগেট নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আফগানিস্তানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি

সড়ক দুর্ঘটনায় নওগাঁর পত্নীতলায় একজন নিহত

ধারাবাহিক ‘প্রেম পুকুর’-এ শেলী আহসানের সঙ্গে সানজিদা কানিজ