ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

জবি রেনেসাঁ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মাসুদ -জামিল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রেনেসাঁ ডিবেটিং  ক্লাবের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

৮ই জুলাইয়ে প্রকাশিত   জবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রেনেসাঁ  ডিবেটিং ক্লাবের আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটির সভাপতির  দায়িত্ব পেয়েছেন জবির  ১৬ তম ব্যাচের শিক্ষার্থী  মো: মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক ১৭ তম ব্যাচের শিক্ষার্থী মো: জামিল হোসেন।

কমিটিতে সহ-সভাপতি  মো: নাসিম হোসেম, আবু বকর সিদ্দিক আলীফ, মো: কামরুজ্জামান কায়েস,তাসনিয়া ইসলাম তিন্নি,ইশরাক জাহান ইমা,মো: ইশরাক আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়ামিন সাদাত, মোছা: হেপী,রাজু ইসলাম। সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো: রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক হাসিব সরদার, সহ- প্রচার সম্পাদক মোসুমী মৌ,কোষাধ্যক্ষ আবু জুবায়ের, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক অপু মুন্সী, সহ প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক আবু রায়হান, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মিসকাত, সহ- তথ্য ও গবেষণা সম্পাদক বুশরা মমতাজ মারিয়া এবং কার্য- নির্বাহী সদস্য তাসনিম রহমান,শাহ-ইমরান রনী, নুরনবী, মো: রাইসুল ইসলাম।

রেনেসাঁ ডিবেটিং ক্লাবের সভাপতি  মো: মাসুদ রানা বলেন, "রেনেসাঁ ডিবেটিং ক্লাবের দায়িত্ব পাওয়াটা সত্যিই অনেক সম্মানের তবে আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিংও  হবে। বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী, সাবেক নেতৃবৃন্দ ও সাবেক বিতার্কিকদের সহোযোগিতা ও দিক নির্দেশনায়  ডিবেটিং ক্লাবটিকে আমারা ক্যাম্পাসের সেরা প্লাটফর্মে নিয়ে যেতে সর্বোচ্চ কাজ করবো ইনশাআল্লাহ।"

আরও পড়ুন

সাধারণ সম্পাদক  মো: জামিল হোসেন বলেন,"এ ক্লাবকে আমরা গড়ে তুলছি একটি মুক্ত মঞ্চ হিসেবে—যেখানে প্রত্যেক সদস্য স্বাধীনভাবে নিজের চিন্তা, কল্পনা এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারে। আমরা সন্ধ্যার সময়টাকে শুধু অবসর নয়, বরং আত্মবিকাশের একটি মহাসুযোগে রূপ দিতে চাই। আমাদের প্রতিটি আয়োজন, আলোচনা, সাহিত্যসভা, কিংবা ক্যাম্পেইন—সবকিছুর পেছনে রয়েছে একটি স্বপ্ন: সমাজের জন্য কিছু করে যাওয়ার, একে অন্যের পাশে দাঁড়ানোর, এবং আলোর পথ দেখানোর।

পরিশেষে, এই ক্লাবের প্রতি আপনার ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আসুন, রেনেসা ইভিনিং ক্লাবকে আমরা একসঙ্গে এগিয়ে নিয়ে যাই—আলোকিত ভবিষ্যতের পথে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির হল ক্যান্টিনে পচা মাংস রান্নার অভিযোগ

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা