বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বান্দরবানে স্ত্রী হত্যায় মো. কামাল হোসেন (৪২) নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার (৯ জুলাই) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুণ পাল এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল হোসেন লামা আজিজ নগর পূর্ব চাম্বি ডিগ্রীখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২২ বছর আগে কদর বানুর সঙ্গে বিয়ে হয় কামাল হোসেনের। দুই ছেলে-মেয়ে নিয়ে তাদের সংসার। এরমধ্যে কামাল হোসেন অপর একটি বিয়ে করে ২য় স্ত্রীকে নিয়ে ঘরে তুলতে চাইলে তাকে বাধা দেয় কদর বানু। এতে ক্ষিপ্ত হয়ে কদর বানু ও ছেলেকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। কদর বানু বাবার বাড়ি এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছিলেন।
আরও পড়ুনমামলা থেকে মুক্তি পেতে ভবিষ্যতে ভালো ব্যবহারের প্রতিশ্রুতি দিয়ে পুনরায় শ্বশুরবাড়ি নিয়ে যান। সেখানে থাকা অবস্থায় ফের ঝগড়া হলে তিনি কদর বানুকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার পরদিন ২০১৯ সালের ২ নভেম্বর স্বামীর বাড়ির ঘরের বাইরের আড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কদর বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কদর বানুর ভাই আকবর হোসেন বাদী হয়ে ওইদিন হত্যা মামলা দায়ের করেন। আদালতে সাক্ষ্যপ্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী জানান, অভিযুক্তের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কামাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একসঙ্গে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
মন্তব্য করুন